সাদা পাকা চুল কালো করার ১০টি ঘরোয়া উপায়
সাদা পাকা চুল কালো করার ১০টি ঘরোয়া উপায় এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা বয়সের সঙ্গে সঙ্গে চুল পাকার প্রবণতা সাধারণত মানুষকে উদ্বিগ্ন করে ফেলে। বিশেষ করে অল্প বয়সে যদি চুলে পাক ধরে তাহলে তো কথাই নেই। বিভিন্নভাবে পাকা চুল রোধ করায় ব্যস্ত হয়ে পড়েন অনেকেই। এক্ষেত্রে
সাদা পাকা চুল কালো করার 10 টি ঘরোয়া উপায় রয়েছে। এই ঘরোয়া উপায়ে পাকা চুল কালো করার বিষয়টি দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। তাই আজকে এমন একটি বিষয় নিয়ে পোস্ট লিখলাম যা কিনা সকলের জন্যই উপকার বয়ে নিয়ে আসবে। চলুন মনোযোগ দিয়ে এই পোস্টটি পড়বেন।
পেজ সূচিপত্র: সাদা পাকা চুল কালো করার ১০টি ঘরোয়া উপায়
- সাদা পাকা চুল কালো করার ১০টি ঘরোয়া উপায়
- চুল কালো করার তেলের নাম
- কলব ছাড়া পাকা চুল কালো করার উপায়
- লেবু দিয়ে পাকা চুল কালো করার উপায়
- চা পাতা দিয়ে চুল কালো করার উপায়
- পাকা চুল কালো করার হোমিও ঔষধ
- পাকা চুল কালো করার এলোপ্যাথিক ঔষধ
- চুল পাকে কোন ভিটামিনের অভাবে
- চুল কালো করার শ্যাম্পু
- সাদা চুল স্থায়ীভাবে কালো করার উপায়
- লালচে চুল কালো করার উপায়
- চুল পাকা বন্ধের তেল
- চুল পাকা বন্ধ করার খাবার
- অল্প বয়সে চুল পাকার সমাধান
- লেখকের শেষ কথা
সাদা পাকা চুল কালো করার ১০টি ঘরোয়া উপায়
সাদা পাকা চুল কালো করার ১০টি ঘরোয়া উপায় রয়েছে যা কিনা প্রাকৃতিক এবং খুব সহজেই ব্যবহার করে সাদা চুল কালো করা যায়। এখানে সাদা পাকা চুল কালো করার 10 টি ঘরোয়া উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনার করলাম।
- কলা: কলা দিয়ে তৈরি করা পেস্ট যদি চুলে মাখানো যায় তাহলে চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটে এবং কালো রং বজায় রাখতে ভূমিকা রাখে।
- কফি পেস্ট: আপনারা অনেকেই জানেন কফি দ্বারা তৈরি পেস্ট সাদা চুলে লাগালে তা কালো রংকে আরো বেশি কালো করতে সহায়তা করে।
- হেনা: আপনারা জানেন যে হেনার পেস্ট চুলে লাগালে প্রাকৃতিকভাবে সাদা চুল কালো বা ব্রাউন কালারের হয়ে যায়।
- অমলা: অমলাকে ভালোভাবে পাউডার রূপে পরিণত করে যদি চুলে লাগানো হয় তবে তা চুলের রং কে বজায় রাখতে সাহায্য করে এবং চুলের বৃদ্ধিতে কাজ করে।
- কালো তিলের তেল: কালো তিলের তেল চুল কালো করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই তেল চুলের মেসেজ করলে চুলের পিগমেন্টেশন বাড়িয়ে সাদা চুলকে কালো করতে সাহায্য করে।
- বেরি পাতা: বেরি পাতার রস চুলের স্বাস্থ্য উন্নত করতে সহায়ক এবং চুলটাকে কালো রাখে বহুদিন ধরে।
- নিম্বু ও মধু: নিম্বুর রস এবং মধু মিশিয়ে একটি পেস্ট তৈরি করে চুলে লাগালে চুলের রং কালো রাখতে সহায়তা করে।
- তুলসী: তুলসী পাতার পেস্ট বা রস চুলে লাগালে চুলের স্বাস্থ্য উন্নতি হয় এবং সাদা চুলের সমস্যা কমাতে ভূমিকা রাখে।
- জলপাই তেল: জলপাই তেল চুলে লাগালে চুলের পিগমেন্টেশন ধরে রাখতে সাহায্য করে।
- মুলতানি মাটি: মুলতানি মাটির সাথে যদি নারিকেল তেল মিশিয়ে একটি পেস্ট তৈরি করা হয় এবং এটি যদি চুলে লাগানো হয় তবে চুল কালো করতে সহায়তা করে।
এই ঘরোয়া উপায় গুলো প্রাকৃতিকভাবে সাদা চুল কালো করতে সাহায্য করে। তবে সাদা
পাকা চুল কালো করার ১০টি ঘরোয়া উপায় ছাড়াও আরো অনেক ধরনের উপায় রয়েছে চুল
কালো করার। নিচে তা সুন্দরভাবে আলোচনা করা হলো।
চুল কালো করার তেলের নাম
চুল কালো করার তেলের নাম বিভিন্ন রকমের হতে পারে। তবে সাদা পাকা চুল কালো করার ১০টি ঘরোয়া উপায় এর মধ্যে এটিও একটি উপায় হতে পারে। এই তেল গুলো ব্যবহার করলে চুলের স্বাস্থ্য এবং চুলের রং ধরে রাখতে সাহায্য করে। নিচে কার্যকরী ১০টি চুল কালো করার তেলের নাম উল্লেখ করা হলো।
- কালো তিলের তেল (Black Sesame Oil)
- আমলা তেল (Amla Oil)
- ব্রীহি তেল Bhringraj Oil)
- কীলা তেল (Coconut Oil)
- জলপাই তেল (Olive Oil)
- আলমন্ড তেল (Almond Oil)
- মরিচ তেল (Copsicum Oil)
- রোজমেরী তেল (Rosemary Oil)
- লাভেন্ডার তেল (Lavender Oil)
- কালোসিড তেল (Black Seed Oil)
যদি এই তেলগুলো নিয়মিত ব্যবহার করা হয় তবে চুলের রং অনেক উন্নত হয় এবং চুল
কালো হয়। তবে নতুন তেল ব্যবহারের আগে অবশ্যই এলার্জি পরীক্ষা করে নেওয়া
ভালো।
আরো পড়ুন: সকালে কাঁচা বাদাম খাওয়ার গুরুত্বপূর্ন ১৫টি উপকারিতা
কলব ছাড়া পাকা চুল কালো করার উপায়
কলব ছাড়া পাকা চুল কালো করার উপায়ের ব্যাপারেও অনেকের মধ্যে যথেষ্ট কৌতুহল রয়েছে। সাদা পাকা চুল কালো করার ১০টি ঘরোয়া উপায় এর মধ্যে এই কলপ ছাড়া পাকা চুল কালো করার উপায় টি ও অন্তভূক্ত। এছাড়া পাকা চুল কালো করার কিছু ঘরোয়া উপায় রয়েছে। যেমন-
অমলা পাউডার বা রস চুলে লাগালে চুল কালো দেখায়। আবার হেনার পেস্ট চুলে মাখলে সাদা চুল বাউন বা কালো হতে সাহায্য করে। এছাড়া কালো তিলের রস চুলে লাগালে চুলের রং কালো হয়। এটি পরীক্ষিত। আপনারা হয়তো অনেকেই জানেন বেরি পাতার পেস্ট চুলে লাগালে চুলের রং কালো রাখতে সহায়তা করে। আবার লেবুর রস ও মধু একসঙ্গে মাখিয়ে যদি চুলে লাগানো হয় তাহলে চুলের রং বজায়
রাখতে সাহায্য করে। নিম্বু তেল তুলে মাখলে চুলের কালো রঙ ধরে রাখতে সাহায্য করে। আরেকটি মজার ব্যাপার হলো এটি হয়তো অনেকেই জানেন না গাজর ও পালং শাক একসঙ্গে যদি পেস্ট করে এর রস তুলে লাগানো হয় তাহলে চুলের রঙের উন্নতি ঘটে। এই উপায় গুলো প্রাকৃতিকভাবে চুল কালো করতে সাহায্য করে থাকে। আর যদি নিয়মিত ব্যবহার করা হয় তবে আপনার পাকা চুলের অনেক পরিবর্তন হয়ে কালো চুল হয়ে যাবে।
আরো পড়ুন: বিটরুট খাওয়ার উপকারিতা ও অপকারিতার ১৩টি অজানা তথ্য
লেবু দিয়ে পাকা চুল কালো করার উপায়
লেবু দিয়ে পাকা চুল কালো করার উপায় হচ্ছে সাদা পাকা চুল কালো করার ১০টি ঘরোয়া উপায়ের মধ্যে একটি অন্যতম উপায়। লেবুর রস ব্যবহার করে কিভাবে সাদা চুল পাকা করা যায় তা নিচে আলোচনা করা হলো।
দুই চামচ লেবুর রস এবং যদি দুই চামচ নারকেলের তেল একত্রে করে মিশিয়ে যদি চুলে মেসেজ করা হয়। তবে সেই চুল অনেক স্বাস্থ্যকর হবে এবং সেইসাথে চুলের কালো রং ফিরিয়ে আনবে। এছাড়া দু চামচ লেবুর রসের সাথে যদি এক চামিজ মধু মিশিয়ে চুলে লাগানো হয়। তবে লেবুর রসটি প্রাকৃতিকভাবে চুলের রং বজায় রাখতে সাহায্য করে এবং মধু চুলকে ময়েশ্চারাইজ করে থাকে। আবার অন্যদিকে লেবু ও আমলার পাউডার দিয়েও চুল কালো করা যায়।
এখানে দুই চামচ লেবুর রসের সাথে এক চামিজ আমলা পাউডার মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন এবং এটি নিয়মিত চুলে লাগান। এতে করে চুলের কালো রঙের উন্নতি ঘটবে এবং লেবুর রস চুলের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে। এভাবে নিয়মিত যদি লেবুর রস ব্যবহার করেন তবে চুল কালো রং ধারণ করবে এবং উন্নত হবে। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে যদি অতিরিক্ত ব্যবহার করা হয় তবে চুল শুষ্ক হতে পারে।
চা পাতা দিয়ে চুল কালো করার উপায়
চা পাতা দিয়ে চুল কালো করার উপায় এই পদ্ধতিটি প্রায় সকলেরই জানা রয়েছে এটিও সাদা পাতার চুল কালো করার ১০টি ঘরোয়া উপায় এর মধ্যে একটি। এখানে সংক্ষেপে কিভাবে চা পাতা দিয়ে চুল কালো করা যায় তা উল্লেখ করা হলো।
এক্ষেত্রে একটি পাত্রে এক কাপ জলের সাথে দুই থেকে তিন চা চামিচ চা নিয়ে ১৫ থেকে
২০ মিনিট ফুটাইতে হবে। তারপর জলটাকে ঠান্ডা করে নিন এবারে পানি ঠান্ডা হলে চা
পাতার গুলিকে ছেঁকে আলাদা করুন। এরপর খুব সুন্দর ভাবে মেসেজ করে চুলে লাগান এবং
তারপরে ধুয়ে ফেলুন এভাবে যদি সপ্তাহে দুই থেকে তিনবার এই পদ্ধতি অনুসরণ করে চুলে
লাগান তাহলে চা পাতা চুলের রং কালো অন্ধকার করার পাশাপাশি চুলের উজ্জ্বলতা
বাড়াতে সাহায্য করে।
আরো পড়ুন: প্রতিদিন ঘি খাওয়ার বিশেষ উপকারিতা ১১টি
পাকা চুল কালো করার হোমিও ঔষধ
পাকা চুল কালো করার হোমিও ঔষধ চুল কালো করার ১০টি ঘরোয়া উপায় এর মধ্যে না পড়লেও এটি অত্যন্ত জনপ্রিয় একটি উপায়। এক্ষেত্রে পাকা চুল কালো করার জন্য হোমিওপ্যাথিক কিছু ঔষধ ব্যবহার করা হয়ে থাকে। যদিও এ বিষয়টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত খুবই সীমিত নিচে ১০টি হোমিওপ্যাথিক ওষুধের নাম উল্লেখ করা হলো।
- Lycopodium Clavatum
- Silicea
- Phosphorus
- Calcarea Carbonica
- Natrum Muriaticum
- Sepia
- Hepar Sulphuris
- Kali Sulphuricum
- Arsenicum Album
- Graphites
এখানে একটি বিষয় আপনাদের অবশ্যই জেনে রাখা ভালো যে এই ওষুধগুলো ব্যবহার করার আগে
অবশ্যই একটি অভিজ্ঞ হোমিওপ্যাথির ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরী। কেননা ব্যক্তি
ভেদে এই ওষুধগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া বিভিন্ন রকম হতে পারে।
আরো পড়ুন: হরিতকি ফলের উপকারী দিক ও অপকারী দিক এবং খাওয়ার নিয়ম
পাকা চুল কালো করার এলোপ্যাথিক ঔষধ
পাকা চুল কালো করার এলোপ্যাথিক ঔষধের মধ্যে বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে। তবে আমরা অনেকেই এসবের নাম জানিনা। আজকে এই পোস্টে আপনাদের জানাবো পাকা চুল কালো করার এলোপ্যাথিক ঔষধের নাম। নিচে তা উল্লেখ করা হলো-
- Pantogar
- Revivogen
- Hair Anew
- Nurtafol
- Viviscal
- Biotin Supplements
- Folic Acid Supplements
- Vitamin B Complex
- Copper Supplements
এ বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে যে এই ঔষধ গুলো ব্যবহারের আগে অবশ্যই একটি
বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। কেননা প্রত্যেকটা ঔষধি মানব দেহে ভিন্ন ভিন্ন ভাবে
কাজ করে। তাই প্রতিটি ব্যক্তির শারীরিক অবস্থা এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত
ওষুধ ব্যবহার করতে হবে।
চুল পাকে কোন ভিটামিনের অভাবে
চুল পাকে কোন ভিটামিনের অভাবে এই বিষয়টি অবশ্য সবার জানা নেই। তবে চুল পাকা বা চুল কাঁচা বা কালো এটি নির্ভর করে একটি ভিটামিন বা হরমোনের উপর। এক্ষেত্রে চুল পাকে কোন ভিটামিনের উপর এটি নিচে আলোচনা করা হলো-
- ভিটামিন বি ১২ এই ভিটামিনের অভাব দেখা দিলে চুলের পিগমেন্টেশন কমতে থাকে এবং চুল সাদা হতে থাকে।
- ভিটামিন বি ৯ এই ভিটামিনের অভাবে চুলের বৃদ্ধির সমস্যা ঘটে এবং চুলের পিগমেন্টেশন কমতে পারে। এছাড়া চুল এই ভিটামিনের অভাবে চুলের শিকড় দুর্বল হয় এবং চুল পাকতে শুরু করে।
- ভিটামিন বি ৭ এর অভাবে চুল দুর্বল এবং পাতলা হতে থাকে এবং চুল পাকা সমস্যা দেখা দিতে পারে।
- ভিটামিন ডি এই ভিটামিনের অভাবে চুলের বৃদ্ধির প্রক্রিয়া ব্যাহত হয় এবং এবং চুলের পিগমেন্টেশন কমে যেতে পারে।
- ভিটামিন ই যেহেতু এই ভিটামিন টি চুলের স্বাস্থ্য এবং রং ধরে রাখে। যদি এই ভিটামিনের অভাব দেখা দেয় তাহলে চুলের রং হারায়। তবে ভিটামিন গুলোর অভাব যদি পূরণ করার জন্য চিন্তা করে থাকেন। তাহলে অবশ্যই সুষম খাদ্য গ্রহণ এবং প্রয়োজনীয় সাপ্লিমেন্ট ব্যবহার করলে চুলের রং ধরে রাখতে সাহায্য করবে।
চুল কালো করার শ্যাম্পু
চুল কালো করার শ্যাম্পু ব্যবহার করেও অনেকে সাদা চুল কালো করে থাকেন। তবে এটি সাদা পাতা চুল কালো করার ১০টি ঘরোয়া উপায় এর মধ্যে ঠিক পরে না। চুল কালো করার জন্য বাজারে বিভিন্ন শ্যাম্পু পাওয়া যায়। এগুলো চুলের প্রাকৃতিক রং উন্নত করতে সাহায্য করে নিচে কয়েকটি শ্যাম্পু উল্লেখ করা হলো-
- Just for men original formula shampoo
- Herbatint herbal hair color
- Schwarzkopf professional BC bonacure color freeze shampoo
- Loreal paris excellence creme hair color
- Clairol natural instincts hair color
এই শ্যাম্পু গুলো ব্যবহার করার আগে আপনার চুলের ধরন এবং প্রয়োজন অনুযায়ী সঠিক ভাবে পছন্দ করা উচিত এবং এটি ব্যবহারের ক্ষেত্রে নির্দেশনা অনুযায়ী ভালোভাবে তা অনুসরণ করে ব্যবহার করা উচিত।
আরো পড়ুন: ORS সম্পর্কে বিস্তারিত এবং ORS এর উপকারিতা ও অপকারিতা
সাদা চুল স্থায়ীভাবে কালো করার উপায়
সাদা চুল স্থায়ীভাবে কালো করার উপায় এটি হচ্ছে সাদা পাকা চুল কালো করার ১০টি ঘরোয়া উপায় এর মধ্যে একটি। এখানে বিভিন্ন ধরনের উপায় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো-
- হেয়ার ডাই: হেয়ার ডাই যদি ব্যবহার করা হয় তবে সাদা চুল কালো করা যেতে পারে। তবে এটি দীর্ঘমেয়াদী এবং কার্যকরী হয়ে ওঠে। এ ক্ষেত্রে নিয়মিত রিপিট করা প্রয়োজন হতে পারে।
- হোম কালারিং কিট: বাজারে পাওয়া যায় বিভিন্ন ধরনের হোম কালারিং কিট। এটি ব্যবহার করে আপনি সাদা চুল কালো করতে পারেন। এটি সাধারণত অনেক সাশ্রয়ী এবং ব্যবহারের ক্ষেত্রে সুবিধা জনক।
- প্রাকৃতিক হেনা: হেনা পেস্ট চুলে লাগালে সাদা চুল কালো অথবা ব্রাউন আকার ধারণ করে। প্রাকৃতিকভাবে রঙের স্থায়িত্বের জন্য খুবই ভালো।
- আমলা এবং কালো তিলের তেল: এই আমলা এবং কালো তিলের তেল যদি নিয়মিত চুলে ব্যবহার করা হয় তাহলে চুলের রং ধরে রাখতে সাহায্য করে।
- ভিটামিন এবং মিনারেল সাপ্লিমেন্ট: যদি কেউ ভিটামিন এবং মিনারেল সঠিক মাত্রায় সঠিকভাবে ব্যবহার করে তবে চুলের রং এবং স্বাস্থ্য উন্নত হয়।
লালচে চুল কালো করার উপায়
লালচে চুল কালো করার উপায় এটি একটি ঘরোয়া পদ্ধতি। এক্ষেত্রে যদি কেউ হেয়ার ড্রাই ব্যবহার করে সে ক্ষেত্রে চুল কালো হয়। এছাড়া হেনা এবং ইন্ডিপো ব্যবহার করেও লালচে চুল কালো করা যায়। পাশাপাশি কালো চা-পাতা ব্যবহার করে লালচে চুল কালো করা সম্ভব। এবং নারিকেল তেল ব্যবহার করেও ব্রাউন কালার বা লালচে চুল কালো করা হয়।
এছাড়া যদি কেউ ভিটামিন সি এবং এসকরবিক এসিড খাই তবে চুলের রং পরিবর্তন হয়। এক কথায় লালচে কালার থেকে কালো কালার ধারণ করে। এই ধরনের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে লালচে চুল কালো করা সম্ভব হয়ে থাকে।
আরো পড়ুন: কাঁচা হলুদের স্বাস্থ্যকরী উপকারিতার ১০টি ব্যবহারি দিক ও এর অপকারিতা
চুল পাকা বন্ধের তেল
চুল পাকা বন্ধের তেল সম্পর্কে আমরা অনেকেই কমবেশি জেনে থাকবো। তবে এটি সঠিক মাত্রায় সঠিক নিয়মে ব্যবহার করলে কালো চুল পাকা থেকে কিছুটা রক্ষা করতে পারে। এখানে পাকা চুল বন্ধের তেলের নাম উল্লেখ করা হলো ১০টি-
- কালো তিলের তেল
- আমলা তেল
- ব্রীহি তেল
- জলপাই তেল
- নিম্বু তেল
- কালো সিট তেল
- মুলতানি মাটি তেল
- মেথি তেল
- নারিকেল তেল
- রোজমেরী তেল
চুল পাকা বন্ধ করার খাবার
চুল পাকা বন্ধ করার খাবার খেয়ে চুল পাকা বন্ধ করা যেতে পারে। এক্ষেত্রে কিছু পুষ্টিকর খাবার রয়েছে যা খেলে চুলের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এবং চুল পাকা বন্ধ করতে সাহায্য করে। যেমন-
- অমলা: ভিটামিন সি সমৃদ্ধ যা চুলের পিগমেন্টেশন ভালো রাখে।
- বাদাম: বাদাম হচ্ছে ভিটামিন ই এবং এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা চুলের স্বাস্থ্য কে ভালো রাখে।
- ডিম: হচ্ছে প্রোটিন এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ যা চুলের স্বাস্থ্য এবং পিগমেন্ট বজায় রাখতে সাহায্য করে।
- গাজর; গাজরে প্রচুর ভিটামিন এ থাকার কারণে চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
- পালং শাক: পালং শাক এ প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স, আইরন এবং ক্যালসিয়াম রয়েছে যা চুলের রং ধরে রাখতে সাহায্য করে।
- ব্লুবেরি এবং স্ট্রবেরি: এই বেরি ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চুলের পিগমেন্টেশন ভালো রাখে।
- মাছ: ছোট ছোট মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফাটি এসিড থাকে যা চুলের স্বাস্থ্য উন্নত রাখে।
- সিমলা মরিচ: প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ এই মরিচ এবং বিটা ক্যারোটিনে ভরপুর যা চুলের রং বজায় রাখতে সাহায্য করে।
- বিট: বিটে রয়েছে প্রচুর পরিমাণে আইরন এবং ভিটামিন সি যা চুলের পুষ্টিযোগায় এবং চুলকে কালো করতে সহায়তা করে।
- মিষ্টি আলু: মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন যা চুলের স্বাস্থ্য এবং পিগমেন্টেশন বজায় রাখতে সাহায্য করে।
এই খাবারগুলো যদি নিয়মিত খাদ্য তালিকায় যোগ করা হয় তাহলে চুলের স্বাস্থ্য এবং
রঙের উন্নত পরিবেশ ফিরে পায়।
অল্প বয়সে চুল পাকার সমাধান
অল্প বয়সে চুল পাকার সমাধান নেওয়ার জন্য অনেকেই উদগ্রীব হয়ে থাকে। কেননা অল্প বয়সে চুল পাকা একটি মারাত্মক মানসিক সমস্যা সৃষ্টি করে। তবে এক্ষেত্রে মুক্তির উপায়ও রয়েছে। যেমন কিছু সমাধান কার্যকরী হতে পারে এবং চুলের পরিবর্তন এনে দিতে পারে। যেমন-
- সুষম খাদ্য
- স্ট্রেস ম্যানেজমেন্ট
- চুলের যত্ন
- জীবনযাত্রার পরিবর্তন
- মেডিকেল পরামর্শ
- হোমিওপ্যাথিক ঔষধ
- প্রাকৃতিক উপায়
যদি অল্প বয়সে কারো চুলে পাক ধরে তবে তিনি উপরোক্ত পদ্ধতিগুলো অবলম্বন করে সঠিক
নিয়মে চুলপাকা সমস্যা নিয়ন্ত্রণ করতে পারেন এক্ষেত্রে চুলের স্বাস্থ্যের উন্নতি
ও ঘটবে।
আরো পড়ুন: নিয়মিত ভাতের মাড় খেলে কি হয় জেনে নিন
লেখকের শেষ কথা: সাদা পাকা চুল কালো করার ১০টি ঘরোয়া উপায়
সাদা পাকা চুল কালো করার বিভিন্ন ধরনের পদ্ধতি থাকলেও প্রাকৃতিক উপায় হোমোপাথিক এবং কেমিক্যালের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে প্রাকৃতিক উপায়ে তুলনামূলকভাবে চুল কালো করা নিরাপদ। এক্ষেত্রে চুলের প্রাকৃতিক রং পুনরুদ্ধার করা অনেক সময় সম্ভব হয় না। সাদা পাকা চুল কালো করার বিষয়ে উপরোক্ত আলোচনার নিমিত্তে এটা বলা যায় যে,
এই পদ্ধতি গুলো চুলের পুষ্টি বৃদ্ধি এবং চুলের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে যথেষ্ট কার্যকরী। তবে চুল সম্পূর্ণরূপে কালো হবে এমনটা আশা করা যায় না। এক্ষেত্রে আমি বলব বয়স বাড়ার সাথে সাথে পাকা চুলকে সাদরে গ্রহণ করাই ভালো। তবে যদি চুল কালো করার ইচ্ছা থাকে তবে প্রাকৃতিক ও নিরাপদ পদ্ধতি গুলি বেছে নেওয়া উচিত। অতিরিক্ত রাসায়নিক ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়। ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url