ফুটপাতে অল্প পুজিতে ব্যবসা করার ১০টি কার্যকর আইডিয়া
ফুটপাতে অল্প পুজিতে ব্যবসা করে আমাদের দেশের শিক্ষিত অশিক্ষিত ছোট বড় পুরুষ
মহিলা সকল ধরনের মানুষ অল্প কিছু টাকা বিনিয়োগ করে প্রতি মাসে প্রায় ৩০ থেকে ৫০
হাজার টাকা ইনকাম করতে পারেন।
বিশেষ করে দেশের শিক্ষিত বেকারদের জন্যও এই ব্যবসার অনেক আইডিয়া রয়েছে। এতে করে
সবার একেকটা কর্মসংস্থান হবে আবার আত্নসন্মান নিয়ে বেঁচে থাকতেও পারবেন। চলুন
জেনে নেয়া যাক যেসব বিষয় মাথায় রেখে ফুটপাতে ব্যবসা শুরু করবেন।
আরো পড়ুন: ব্যাংক সর্ম্পকিত সাধারণ জ্ঞান ১০টি বিষয়ে
সূচিপত্র: ফুটপাতে খাবারের ব্যববসা করার ইউনিক আইডিয়া
- ফলের জুস বানিয়ে ব্যবসা করার আইডিয়া
- লেবুর রসের শরবতের ব্যবসা করার আইডিয়া
- কপি ও চায়ের ব্যবসা করার আইডিয়া
- ঝালমুড়ি ও চানাচুর ভাজা বিক্রি করার আইডিয়া
- ফুচকা, চটপটি, ও হালিম বিক্রি করার আইডিয়া
- বিভিন্ন ফলের ব্যবসা করার আইডিয়া
- মটর ভাজা ও বাদাম ভাজা বিক্রি করার আইডিয়া
- কাঁচা সবজি বিক্রি করার আইডিয়া
- ছোলা, পিয়াজু, বেগুনি, ও বিভিন্ন চপ বিক্রি করার আইডিয়া
- সিদ্ধ ডিমের ব্যবসা করার ইউনিক আইডিয়া
- শেষ কথা
ফলের জুস বানিয়ে ব্যবসা করার আইডিয়া
ফুটপাতে হরেক রকম ফলের জুসের ব্যবসা করে আপনি খুবই ভালো ইনকাম করতে পারেন।
এক্ষেত্রে শিক্ষিত বা অশিক্ষিত যে কেউ এই ব্যবসা করতে পারবেন। ফলের জুসের
ব্যবসার জন্য আপনাকে অবশ্যই একটু বেশি পরিমান টাকা বিনিয়োগ করতে হতে পারে।
কেননা এখানে বেশ কয়েক রকমে ফলের জুসের ব্যবসার জন্য বলা হচেছ। যেমন পেঁপে,
চেরি, কাঁচা আম পাকা আম, বেল, তরমুজ, মাল্টা, আঙ্গুর এবং আনারসের মত ফলের জুসের
ব্যবসা করে লাভবান হতে পারেন।
প্রথমে এই ব্যবসা শুরু করতে আনুমানিক ৪০ থেকে ৫০ হাজার টাকা ইনভেস্ট করতে হবে।
এতে প্লেনসিটের একটি মুভিং স্টল বানিয়ে নিতে হবে। একটি পানির ফিল্টার এবং ৫ টি
বিন্ডার কিনে নিতে হবে। এরপর প্রয়োজন মত প্রতিদিন ফল কিনে ফলের জুস তৈরী করে
বিক্রি করতে পারেন। ফল কিনতে প্রতিদিন ৩ হাজার টাকা লাগতে পারে। এভাবে করে আপনে
খরচ বাদ দিয়ে প্রতিদিন ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা ইনকাম করতে পারেন।
লেবুর রসের শরবতের ব্যবসা করার আইডিয়া
লেবুর শরবতের ব্যবসার প্রথমে আপনাকে একটি পানির ফিল্টার, কিছু বরফ, চিনি,
লেবুর রস বের করার জন্য একটি কাঠের তৈরি যন্ত্র, লবণ, এছাড়া প্রাসঙ্গিক আরও
কয়েকটি জিনিস লাগে। এতে খুব বেশি পরিমাণ বিনিয়োগ করতে হয় না। সাথে একটি
ভ্যান গাড়ি লাগে সবমিলিয়ে ১৫ হাজার টাকা লাগবে।
এরপর আপনি একটি জনবহুল স্থানে কোন রাস্তার মোড়ে স্টলটি বসিয়ে প্রতিদিন আপনি
শরবত বানিয়ে প্রায় ২৫০০ থেকে ৩ হাজার টাকা ইনকাম করতে পারবেন। এতে করে
আপনার প্রতিদিনের যে ইনভেস্ট তা বাদেও আপনার ১৫০০ টাকা লাভ হবে। এভাবে আপনি
প্রতিদিন যদি ব্যবসা করেন তাহলে মাসে প্রায়ই ৪৫ থেকে ৫০ হাজার টাকা ইনকাম
হবে।
কপি ও চায়ের ব্যবসা করার আইডিয়া
ব্যবসার জন্য আপনাকে প্রথমে একটি সুন্দর জায়গা বেছে নিতে হবে যেখানে অনেক
মানুষ সব সময় উঠাবসা করে। এক্ষেত্রে আপনাকে একটি কাঠের স্টল বানিয়ে নিতে
হবে এবং একটি প্লেন সিটের ট্রে বানিয়ে নিতে হবে এবং দুই থেকে তিনটি কেটলি
কিনে নিতে হবে। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কফি বা চা খেতে পছন্দ করে
এক্ষেত্রে কাস্টমারের ডিমান্ড অনুসারে আপনাকে সুন্দর করে চা পরিবেশন করতে
হবে।
যেমন অনেকে লেবু চা খায় অনেকে আদা চা খায় আবার অনেকে রঙ চা খায় আবার কেউ
কেউ কফি চা পছন্দ করে আবার দুধ চা অনেকে খেয়ে থাকে।প্রতিদিনের চাহিদা
অনুযায়ী আপনার প্রয়োজনীয় সবকিছু কিনে নিয়ে আপনাকে ব্যবসা শুরু করতে হবে।
এক্ষেত্রে আপনার বেশি ইনভেস্ট করতে হবে না শুরুতে মাত্র ৫ থেকে ৭ হাজার
টাকা
যদি ইনভেস্ট করা যায় তাহলে প্রতিদিন আপনি এক হাজার থেকে দুই হাজার টাকা
ইনকাম করতে পারবেন। এবং মাসে সেটা দ্বারাই ৩০ হাজার থেকে ৪০ টাকা। প্রতিদিন
যে ইনভেস্ট করতে হবে তা খুবই সামান্য পরিমাণ। যেমন চিনি কিনতে হবে ৪০০ টাকার
এবং লেবু কিনতে হবে ২০০ বা ৩০০ টাকার পাশাপাশি লেবু, আদা সবকিছু মিলিয়ে
আপনাকে প্রতিদিন বারোশো টাকার মধ্যে ইনভেস্ট করতে হবে এবং মাসে সেটা দ্বারাই
৩০ হাজার থেকে ৪০ টাকা।
ঝালমুড়ি ও চানাচুর ভাজা বিক্রি করার আইডিয়া
ঝাল মুড়ি ও চানাচুর ভাজা বিক্রির জন্য তেমন কোন ইনভেস্ট করতে হয় না।
এক্ষেত্রে আপনি কোন একটি স্থানে দাঁড়িয়ে থেকে অথবা ফেরি করেও ব্যবসা করতে
পারেন। আপনাকে একটি বড় ডালা বেছে নিতে হবে যেখানে মুড়ি রাখবেন এবং একটি
ছোট্ট ট্রে নিতে হবে যেখানে আপনি ঝাল মুড়ির আরো অন্যান্য সরঞ্জামগুলো
রাখবেন। এক্ষেত্রে আপনাকে দুই থেকে তিন হাজার টাকা ইনভেস্ট করতে হবে এবং
প্রতিদিন যদি আপনি সঠিকভাবে বেচাকেনা করেন তবে আপনার প্রায় ১০০০ টাকা লাভ
হতে পারে।
ফুচকা, চটপটি, ও হালিম বিক্রি করার আইডিয়া
ফুচকা, চটপটি এবং হালিম বিক্রির জন্য অবশ্যই আপনাকে একটু বেশি ইনভেস্ট করতে
হবে। বুঝতেই পারছেন এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু মূল্য দিয়ে কিনতে
হবে। তবে ভয়ের কোন কারণ নেই আপনি যদি সঠিকভাবে আইটেমগুলো পরিবেশন করতে পারেন
তবে আপনি অনেক ভালো করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে স্টল বানিয়ে নিতে হবে
আপনার প্রয়োজন মত সুন্দর করে স্টল টি সাজিয়ে তৈরি করতে হবে।
কেননা এখানে অনেকগুলো সরঞ্জাম রাখতে হবে। এভাবে যদি ৪০ থেকে ৫০ হাজার টাকা
প্রথম অবস্থায় ইনভেস্ট করা হয় তাহলে আপনি আপনার কাস্টমারদের কে আকর্ষণীয়
খাবার যদি বানিয়ে দিতে পারেন তবে আপনার জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকবে।
কেননা মানুষ চটপটি, ফুচকা, হালিম এগুলো খেতে বেশি পছন্দ করে একবার যদি আপনার
জনপ্রিয়তা পায় তাহলে আপনার আর পিছন ফিরে তাকাতে হবে না।
বিভিন্ন ফলের ব্যবসা করার আইডিয়া
বিভিন্ন ধরনের ফলের ব্যবসা যদি আপনি করতে চান তবে আপনাকে একটু বেশি পরিমাণ
ইনভেস্ট করতে হবে। কেননা ফলের দাম বর্তমান বাজারে অনেক বেশি যেমন আপেল, কমলা,
মাল্টা, আঙ্গুর, বেদনা, নাশপাতি, বিভিন্ন ধরনের ফল কিনতে কেজিপ্রতি অনেক টাকা
পড়ে যায়। সেক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে কিছু বেশি পরিমাণ টাকা ইনভেস্ট
করার।
সঠিকভাবে যদি ব্যবসাটি পরিচালনা করতে পারেন তবে আপনার এই ব্যবসা থেকে অনেক
টাকা আপনি লাভ করতে পারবেন। এক্ষেত্রে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা আপনাকে
ইনভেস্ট করতে হবে। বুঝতে পারতেছেন যেহেতু একটু বেশি দামি জিনিস বিক্রি করবেন
সে ক্ষেত্রে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে। আপনারা জানেন যে যত গুড় দিবেন তত
মিষ্টি হবে। আর ব্যবসার মূল পুঁজি হচ্ছে ব্যবহার আপনার ব্যবহার যদি ভালো হয়
কাস্টমার আপনাকে খুঁজে নিবে আপনার কাছ থেকে ফল কেনার জন্য।
মটর ভাজা ও বাদাম ভাজা বিক্রি করার আইডিয়া
যুগ যুগ ধরে সৌখিন মানুষগুলো মটর ভাজা এবং বাদাম ভাজা খেতে পছন্দ করে।
সেক্ষেত্রে বাদামটি যদি হয় গরম তাহলে তো কথাই নেই। আপনি আপনার বাদাম ভাজার
আইডিয়া এভাবে করতে পারেন, যেমন একটি স্টল বানিয়ে সরাসরি আপনি বাদাম ভাজার
ব্যবস্থা করবেন সেইখানেই। মানুষ এটা দেখেই অবশ্যই আপনার বাদাম নিতে আগ্রহ
প্রকাশ করবে।
কেননা গরম বাদাম খেতে অনেকেই ভালোবাসে মটর বাজার ক্ষেত্রে একই। আপনি একটি
কয়রাতে কিছু বালি নিয়ে সেখানে একটি স্টপের উপরে যদি আগুন দিয়ে মটর ভেজে
এবং বাদাম ভেজে আপনার ট্রলটিতে সাজিয়ে রাখতে পারেন। মানুষ আপনার এই গরম ভাজা
বাদাম এবং মটর খেতে আগ্রহ প্রকাশ করবে।
এক্ষেত্রে আপনার ইনভেস্টের পরিমাণ খুবই সামান্য হবে। একটি মুভিং স্টল , লোহার
কয়রা, বাদাম, মটর, কিছু পরিমাণ বালি একটি স্টোপ যদি গ্যাস সিলিন্ডার ব্যবহার
করতে চান সে ক্ষেত্রে একটি গ্যাস সিলিন্ডার আর যদি জ্বালানি হিসেবে কেরোসিন
তেল ব্যবহার করতে চান তাহলে তেলের যে মূল্য সব মিলিয়ে তিন থেকে চার হাজার
টাকা ইনভেস্ট করতে হবে এতে আপনি প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকা লাভ করতে
পারবেন।
কাঁচা সবজি বিক্রি করার আইডিয়া
মানুষের নিত্য প্রয়োজনীয় তরকারি বিশেষ করে কাঁচা সবজি মানুষের প্রতি দিনের
প্রয়োজন হয় কেননা মানুষ সবজি ভাত খেয়েই সাধারণত জীবনধারণ করে। এক্ষেত্রে
আপনি একটি বাজারে কিংবা ফুটপাতে যদি নির্দিষ্ট সময়ে বিভিন্ন ধরনের টাটকা
শাকসবজি নিয়ে ব্যবসা করতে বসেন সে ক্ষেত্রে মানুষ আপনার কাছে গিয়ে সবজি
কিনবে।
আপনি পাইকারি দোকান থেকে সবজি কিনে যদি সামান্য লাভ করে বিক্রি করেন তবে
আপনার জনপ্রিয়তা বাড়বে। এক্ষেত্রে আপনাকে সৎ থাকতে হবে অবশ্যই যেন আপনার
সবজি টাটকা হয়। এভাবে প্রতিদিন আপনি দুই থেকে তিন হাজার টাকা ইনভেস্ট করে
১০০০ টাকা পর্যন্ত লাভ করা সম্ভব।
ছোলা, পিয়াজু, বেগুনি, ও বিভিন্ন চপ বিক্রি করার আইডিয়া
ফুটপাতের সবচেয়ে আকর্ষণীয় ব্যবসা হচ্ছে ছোলা ভাজা, পিঁয়াজু, বেগুনি এবং
বিভিন্ন ধরনের চপ। এক্ষেত্রে আপনি এই ব্যবসাটি বেছে নিতে পারেন যা অল্প
পুজিতে অধিক পরিমাণ লাভ হতে পারে। আপনি জনবহুল কোন ফুটপাতের মোড়ে যদি একটি
ছোট্ট জায়গা নিয়ে এই ব্যবসাটি করতে পারেন তবে অনেক ভালো করতে পারবেন। এই
ব্যবসার জন্য আপনাকে সর্বোচ্চ দুই থেকে তিন হাজার টাকা ইনভেস্ট করতে হবে।
এভাবে যদি আপনি প্রতিদিন নিয়মিত ভাজা বিক্রি করেন আপনার প্রায় এক থেকে দেড়
হাজার টাকা লাভ হবে।
সিদ্ধ ডিমের ব্যবসা করার ইউনিক আইডিয়া
সময় ভেদে সিদ্ধ ডিম বিক্রির একটা মৌসুম রয়েছে এর মধ্যে প্রধান হচ্ছে শীতকাল।
বিশেষ করে শীতকালে মানুষের সিদ্ধ ডিম খাওয়ার প্রবণতা দেখা যায়। এক্ষেত্রে
আপনি জনবহুল কোন রাস্তার মোড়ে ফুটপাতের উপর একটি ছোট্ট জায়গায় এই ব্যবসা
শুরু করতে পারেন।সেখানে একটা গ্যাসের চুলা, একটা সিলভারের পাতান, একটি বড়
চামুচ, একটি শক্ত সুতা, সাথে কাঁচামরিচ ও পেঁয়াজ, লবণ
এবং সরিষার তেল নিয়ে ছোট্ট পরিসরে সিদ্ধ ডিমের ব্যবসা শুরু করতে পারেন।
এক্ষেত্রে দেশি হাঁস মুরগির ডিম, বয়লারের ডিম ও কোয়েল পাখির ডিম, সিদ্ধ করে
বিক্রি করে আপনি লাভবান হতে পারেন। এই ব্যবসায় প্রাথমিক অবস্থায় আপনার তিন
থেকে চার হাজার টাকা ইনভেস্ট করতে হবে। আপনি যদি সঠিকভাবে ব্যবসাটি করতে পারেন
তবে প্রতিদিন আপনি এক থেকে দেড় হাজার টাকা লাভ করতে পারেন। যা মাসে দাঁড়ায়
৩০ থেকে ৩৫ হাজার টাকা।
শেষ কথা
শেষে আপনাকে বলা হচ্ছে যদি আপনার ইনকামের কোন সোর্স না থাকে, বোঝা হয়ে ঘরে বসে
না থেকে এখনই শুরু করে দিন আপনার পছন্দের যে কোন একটি ব্যবসা। যেখানে আপনার
ইনভেস্টের পরিমাণ খুবই সামান্য, কিন্তু প্রতিদিনের ইনকামের পরিমাণটা যথেষ্ট।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url